ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
সুইজারল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠে গেছে জার্মানি। ডর্টমুন্ডে ডেনমার্ককে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল করেছেন কাই হাভার্টজ, অপর গোলটি এসেছে জামাল মুসিয়ালার পা থেকে।
অপেক্ষাকৃত কম শক্তির ডেনমার্কের বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে জার্মানির। ম্যাচে ড্যানিশরাই আগে গোল করেছিল, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। হেরে গেলেও জার্মানদের চোখে চোখ রেখে লড়াই করেছে ডেনমার্ক।
ম্যাচের বয়স যখন ৩৫ মিনিট তখন বজ্রপাত সহ প্রচণ্ড বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এরপর আবার ম্যাচ মাঠে গড়ায়৷ গোলের দারুণ সুযোগ পেয়েছিল ডেনমার্ক। কিন্তু হয়লান্ডদের চেষ্টা দারুণভাবে রুখে দেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার৷ বিরতির পর খেলা জমে ওঠে আরও৷
৫০ মিনিটে সেট পিসের জটলা থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন এন্ডারসেন। কিন্তু ভিএআরে দেখা যায়, ডেনমার্কে ডেলানি অফসাইডে ছিলেন। তাই বাতিল হয় গোল। এর ঠিক এক মিনিট পরই সেই এন্ডারসেনেরই হাতে বল লাগায় পেনাল্টি পায় জার্মানি৷ দলকে এগিয়ে দিতে ভুল করেননি কাই হাভার্টজ৷
৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা৷ এই ২১ বছর বয়সী মিডফিল্ডারের এবারের ইউরোতে এটি তৃতীয় গোল৷ জার্মানদের দ্বিতীয় গোলের পর আর ম্যাচে ফেরার স্পৃহা দেখাতে পারেনি ডেনমার্ক। আর তাতে ড্যানিশদের বিদায় ঘন্টাও নিশ্চিত হয়ে যায়।