জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ আটে স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি
নিজেদের শক্তিমত্তার পরিচয় আরেবার দিল স্পেন। সেইসঙ্গে স্বাগতিক জার্মানিকে কঠিন বার্তাও দিয়ে রাখল লা ফুরিয়া রোজারা। শেষ ষোলোর ম্যাচে টুর্নামেন্টের চমক জর্জিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে উঠেছে তিনবারের চ্যাম্পিয়রা।
রবিন নরম্যান্ডের আত্মঘাতী গোলে জর্জিয়া এগিয়ে যাওয়ার পর আরেকটি অঘটনের শঙ্কা ঘিরে ধরেছিল স্পেনকে। কিন্তু নিজেদের শক্তিমত্তা দেখিয়ে জর্জিয়াকে গোলবন্যায় ভাসিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। শেষ আটে মুখরোচক এক লড়াই দেখতে পাবেন ফুটবল প্রেমিরা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে স্পেন। কিন্তু খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণে ওঠে জর্জিয়া। বক্সের ভেতর আসা বল লাফিয়ে উঠলে নিয়ন্ত্রণে নিতে পারেননি স্পেন ডিফেন্ডার নরম্যান্ড। তার বুকে লেগে বল নিজেদের জালেই জড়িয়ে যায়। তবে ভড়কে যায়নি স্প্যানিশরা। মাথা ঠান্ডা রেখে খেলার ফল আসে ৩৯ মিনিটে।
দারুণ এক শটে বক্সের বাইরে থেকে গোল করেন রদ্রি। এই মিডফিল্ডারের গোলেই সমতা ফেরে ম্যাচে। দ্বিতীয়ার্ধ জুড়ে কেবলই স্পেনের দাপট। ৫১ মিনিটে লামিন ইয়ামালের ক্রস থেকে দলকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ। এরপর আরও আক্রমণ করতে থাকে লা রোজারা। ৭৫ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করেন নিকো উইলিয়ামস। তখনই স্পেনের শেষ আট বলতে গেলে নিশ্চিত হয়ে যায়।
জর্জিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন দানি ওলমো। বক্সের বাইরে থেকে বাম পায়ের দারুণ ফিনিশে ব্যবধান আরও বাড়ান এই ফরোয়ার্ড। স্পেন ম্যাচে গোল পেতে পারত আরও। লামিন ইয়ামাল সুযোগ মিস করেছেন বেশ কয়টি, জর্জিয়ার গোলরক্ষকও দুর্দান্ত কয়েকটি সেইভ করেছেন।