সাকিবের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বুধবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ভাগে দেশে ফেরেন ক্রিকেটার ও দলের বাকি সদস্যরা। তবে টেস্ট স্কোয়াডে ১৬ জন ক্রিকেটার থাকলেও দেশে ফিরেছেন ১৫ জন, না ফেরা বাকি ক্রিকেটার সাকিব আল হাসান। পাকিস্তান থেকেই ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
তার দেশে ফেরা, না ফেরা নিয়ে অনেক আলোচনা আছে। হত্যা মামলায় সাকিবের নাম আসার আগেই শুরু হয় এই এটা। মামলার হওয়ার পরে তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে উকিল নোটিশও গেছে বিসিবিতে। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা অবশ্য সাকিবের পাশে আছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ টিবিএসকে জানিয়েছিলেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলবেন সাকিব, দেওয়া হবে আইনি সহায়তাও।
বোর্ডের মতো ক্রিকেটাররাও সাকিবের পাশে আছে। দেশে ফিরে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সুযোগ হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাকিবের ব্যাপারে কথা বলতে চান তিনি। দলের সবাই যে সাকিবের পাশে আছেন, প্রধান উপদেষ্টাকে জানাতে চান সেটা।
বুধবার রাতে দেশে ফিরে বিমানবন্দরে সাকিবের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'সাকিব ভাইয়ের ব্যাপারটি, এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলবো… প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।'
গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামী করা হয় সাকিবকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলায় তার নাম দেওয়া হয়। গত ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন, সাকিবকে ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
হত্যা মামলায় সাকিবের নাম আসার পরে অনেক ক্রিকেটারই নিজেদের প্রতিক্রিয়া দেন। সাকিবকে সমর্থন দেওয়ার পাশাপাশি তাকে নির্দোষ দাবি করেন ক্রিকেটাররা। অভিজ্ঞ অলরাউন্ডারের পাশে থাকার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, শরীফুল ইসলাম, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়রা।
চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এই সিরিজের আগেও দেশে ফিরবেন না সাকিব, ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন তিনি। এরপর বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তার দেশে ফেরা না ফেরার ব্যাপারটি।