একটি বলও মাঠে গড়ালো না, দ্বিতীয় দিন বৃষ্টির পেটে
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃষ্টির দাপট চলছেই। বৃষ্টির কারণে অনেক সময় বাকি থাকতেই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়, এদিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। দ্বিতীয় দিনে সেটাও সম্ভব হলো না, এদিন খেলাই শুরু করা যায়নি। একটি বলও মাঠে গড়ায়নি আজ, লম্বা অপেক্ষার পর দুপুরের দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এই টেস্টের শুরু থেকেই বাগড়া দিয়ে যাচ্ছে বৈরী আবহাওয়া। আগের রাতে টানা বৃষ্টির কারণে শুক্রবার ম্যাচটি মাঠে গড়ায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। পরেও ছিল বৃষ্টির হানা, যে কারণে দফায় দফায় খেলা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে দিনের বাকি অংশের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের শুরুটাও হয় অপেক্ষায় অপেক্ষায়, কিন্তু এই অপেক্ষা আজ ফুরালো না বাংলাদেশ ও ভারতের।
ম্যাচ শুরুর আগের মতো কালও রাতভর বৃষ্টি হয়েছে কানপুরে। তাই আজ সকালে বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে খেলা শুরু করা যায়নি। অপেক্ষা করতে করতে আবারও শুরু হয়েছে বৃষ্টি। এভাবে কয়েক দফায় বৃষ্টি নামার পর আড়াইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলের ক্রিকেটাররা মাঠে গিয়ে গা গরম করার সুযোগও পাননি। এ কারণে তারা বেশি সময় থাকেননি মাঠে। বাংলাদেশ সময় ১১টার দিকে হোটেলে ফিরে যায় দুই দল।
প্রথম দিন ৩৫ ওভার খেলা হয়। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার আগে ৩ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এরও আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ ও সাদমান ইসলাম অনিক ২৪ রান করেন। ২৪ বল খেলা জাকির হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ভারতের পেসার আকাশ দীপ ২টি, স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট নেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের এই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় কোনো লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ, চতুর্থ দিন লাঞ্চের আগেই তারা হার মেনে নেয়। দুই ইনিংস মিলিয়ে ৩৮৩ রান করা নাজমুল হোসেন শান্তর দল ম্যাচ হারে ২৮০ রানের বড় ব্যবধানে। বাংলাদেশের দুই ইনিংসে কেবল একটি হাফ সেঞ্চুরি ছিল, করেন শান্ত।