কেন রোহিত শর্মাকে সাদা বলের অধিনায়ক করা হলো, উত্তর দিলেন সৌরভ
বিরাট কোহলি যখন সেপ্টেম্বরে হঠাৎ ঘোষণা করেন যে, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর পরে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন না, তখন থেকেই যেন ব্লু প্রিন্ট তৈরি হচ্ছিল। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা তখন থেকেই রোহিত শর্মাকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করেছিলেন। এরপর হিটম্যানের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করতে বেশি সময় লাগায়নি সৌরভ অ্যান্ড কোম্পানি।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করার সময় বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়। বড় ধাক্কা খান বিরাট। কারণ বোর্ড বিরাট কোহলির কাছ থেকে ওডিআই অধিনায়কত্ব কেড়ে নেয়। নেতৃত্ব বদল করে রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটে অধিনায়ক করে বিসিসিআই।
এরপর থেকেই বিতর্কের শুরু; চলতে থাকে নানা ধরনের বক্তব্য ও আলোচনা। অনেকে বলেন বিরাট কোহলিকে এ বিষয়ে জানানো হয়নি, অন্যদিকে বোর্ডের পক্ষ থেকে বলা হয় অন্য কিছু।
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরাট এমন কিছু বিবৃতি দিয়েছিলেন, যা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে সমালোচনার মুখে ফেলে। সৌরভও গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন যে, তিনি এই বিতর্কগুলো নিয়ে কথা বলতে চান না। বিসিসিআই বিষয়টি দেখবে। তিনি অবশ্য রোহিতকে অধিনায়ক করার বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। কীভাবে রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা জানান বোর্ড সভাপতি।
বরিয়া মজুমদারের প্রোগ্রাম 'ব্যাকস্টেজ উইথ বোরিয়া'-তে, রোহিতকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ জানান কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, 'মুম্বাইয়ের জন্য পাঁচটি শিরোপা এবং ডেকান চার্জার্সের হয়ে একটি শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে তার। চাপের মধ্যে তিনি নিজের দক্ষতা দেখান। চাপের মধ্যে দলকে সামলানোর যথেষ্ট ক্ষমতা রয়েছে তার। বিরাট যখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে চালিয়ে যেতে চান না, তখন রোহিত শর্মাই সঠিক পছন্দ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে ও ভালো শুরু করেছে। আশা করছি আমাদের আগামী বছরের ফলাফল এ বছরের চেয়ে ভালো হবে।'
ভারতের বিশ্বকাপ পারফরম্যান্সে খুবই বিরক্ত সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, 'সত্যি বলতে, আমরা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ বিশ্বকাপে ভালো দল ছিলাম। আমরা ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত ছিলাম কিন্তু একদিনের খারাপ পারফরম্যান্স দুই মাসের কঠোর পরিশ্রমকে নষ্ট করে দিয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুবই হতাশ। গত ৪-৫ বছরের মধ্যে এটি আমাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল।'