অস্ট্রেলিয়াই থাকছেন জোকোভিচ, আদালতের রায়
অবশেষে সুখবর পেলেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। ভিসা সংক্রান্ত জটিলতায় সার্বিয়ান তারকাকে অভিবাসন হেফাজত থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত। সরকারের জোকোভিচকে দেশে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তকে 'অযৌক্তিক' বলে আখ্যা দিয়ে সোমবার এ রায় দেন বিচারক।
বিচারক অ্যান্থনি কেলি ৩০ মিনিটের মধ্যে দ্রুত জোকোভিচকে ডিটেনশন থেকে মুক্তি দেওয়ার এবং তার পাসপোর্ট ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য কাগজপত্র ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। এই রায়ের মাধ্যমে বিশ্বখ্যাত তারকার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা এবং রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে ফেডারেল সরকারের আইনজীবিরা আদালতকে জানিয়েছেন, আবারও জোকোভিচের ভিসা বাতিল করতে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী তার ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করার কথা ভাবছেন।
অস্ট্রেলিয়ায় দীর্ঘমেয়াদি রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সাথে একই হোটেলে গত বৃহস্পতিবার থেকে অভিবাসন হেফাজতে রাখা হয়েছিল ৩৪ বছর বয়সী জোকোভিচকে। ভার্চুয়াল শুনানির জন্য ব্যক্তিগত আইনজীবিদের সাথে দেখা করার অনুমতি পেলেও অস্ট্রেলিয়ায় আসার পর থেকে এখনো পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি তাকে।
সার্বিয়ান তারকার চিকিৎসা ছাড়ের কারণ হিসেবে তার আইনজীবিরা বলেন, সম্প্রতি জোকোভিচ করোনামুক্ত হওয়ার পর কেটে গেছে ১৪ দিন। এরপর তার শরীরে জ্বর বা শ্বাসকষ্টের কোনো উপসর্গ পাওয়া যায়নি। সে কারণেই অস্ট্রেলিয়া বাদে অন্য দেশের নাগরিকদের দেশে প্রবেশ করতে হলে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে- এই নিয়ম থেকে রেহাই পাবেন তিনি।