টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, পিছিয়েছে বাংলাদেশ
ঘরের মাঠে দারুণ সময় কাটলো ভারতের। রোহিত শর্মার দল টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। এই সিরিজের দারুণ পারফরম্যান্স দিয়ে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাদের। ইংল্যান্ডকে টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে ভারত। বাংলাদেশের অবনমন হয়েছে। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দারুণ সিরিজ পার করা ভারতের রেটিং পয়েন্ট এখন ২৬৯। দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ডের পয়েন্টও ২৬৯। তবে ভগ্নাংশের হিসেবে কিছুটা এগিয়ে থাকায় ভারত এক নম্বরে রয়েছে। র্যাঙ্কিংয়ের বিবেচিত সময়ে দুই দলই সমান ৩৯ ম্যাচ করে খেলেছে। এতে ভারতের পয়েন্ট ১০ হাজার ৪৮৪, ইংল্যান্ডের ১০ হাজার ৪৭৪।
মারকাটারি ফরম্যাটের তিন নম্বরে আছে পাকিস্তান, তাদের রেটিং পয়েন্ট ২৬৬। নিউজিল্যান্ড ২৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। ২৫৩ রেটিং পয়েন্টে পাঁচে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে হারানো অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে। টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়দের রেটিং পয়েন্ট ২৪৯।
ঘরের মাঠে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ আছে সাত নম্বরে। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট ২৩৫। এরপরই আছে রশিদ খান-মোহাম্মদ নবীদের দেশ আফগানিস্তানে। ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছে তারা।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের রেটিং পয়েন্ট সমান ২৩১। তবে ভগ্নাংশের ব্যবধানে কিছুটা এগিয়ে থাকায় ৯ নম্বরে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের একবারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে জিম্বাবুয়ে।