ধানমন্ডি লেকের ‘ভৌতিক রূপ’
ঢাকা শহরের সবচেয়ে সুন্দর লেকগুলোর একটি ছিল ধানমন্ডি লেক। মানুষ মর্নিংওয়াকের জন্য এর ওয়াকওয়ে ব্যবহার করেন এবং অনেকে পার্কিং স্পেসে করেন ব্যায়াম। সামাজিকীকরণের স্থান হিসেবে ধানমন্ডি লেক রাজধানীবাসীর জন্য একটি জনপ্রিয় জায়গা।
সকালে হাঁটার সময় লেক এবং লেকের চারপাশের খারাপ অবস্থা দেখে আমি খুবই মর্মাহত হয়েছিলাম। জায়গাটা এখন আবর্জনায় ভরে গেছে। ভাঙা মাটির পাত্র, ব্যাডমিন্টন র্যাকেটের ব্যাগ, পরিত্যক্ত ফুল, পানির পাত্র, পলিথিন ব্যাগ, প্লাস্টিকের ওয়ান-টাইম-প্লেট ইত্যাদি লেকের প্রায় প্রতিটি কোণে দেখা যায়।
আমি নির্বাক হয়ে গিয়েছিলাম, কীভাবে সকল সামাজিক শ্রেণির দর্শনার্থী পানিতে জিনিসপত্র ফেলে দেন!
মানুষ পানিতে প্যাডেল বোট চালান। পানি সবুজ হয়ে গেছে এবং দুর্গন্ধ বেরোয় সেখান থেকে। একদিকে দর্শনার্থী ও দোকানের মালিকদের আবর্জনা ফেলা এবং অন্যদিকে রক্ষণাবেক্ষণের অভাব লেকটাকে একটি আবর্জনার স্তূপে পরিণত করেছে।
এই লেককে সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে মনোযোগ আকর্ষণ করা উচিত।
যারা লেক দূষিত করছেন এবং সংশ্লিষ্ট যেসব ব্যক্তি এটির পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বে রয়েছেন, একজন ফটোগ্রাফার হিসেবে আমি আমার ছবি দিয়ে তাদের মাঝে সচেতনতা সৃষ্টির তাগিদ অনুভব করি।
আমার ছবির মাধ্যমে আশা করি মানুষ বুঝতে পারবেন, তারা তাদের নিজস্ব লেকের কী অবস্থা করেছেন এবং এটাকে রক্ষা করার দায়িত্ব সম্পর্কে তারা সচেতন হবেন।
- লেখক: আলোকচিত্রী
- ইংরেজি থেকে অনুবাদ: সৈকত আমিন
- মূল লেখা: The dire state of Dhanmondi Lake