ভাইরাস নিয়ে অপ্রস্তুত ‘করোনা’ বিয়ার
চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সঙ্গে করোনা বিয়ারের কোনো সম্পর্ক না থাকলেও তা মানুষের দুর্বার কৌতূহলের কাছে হার মেনেছে। সাম্প্রতিক সময়ে গুগল সার্চে বেড়ে গেছে ‘করোনাভাইরাস বিয়ার’ এবং ‘বিয়ার ভাইরাস’ নামক দুটি শব্দের অনুসন্ধান। গুগল ট্রেন্ড সূত্রে বিষয়টি জানা গেছে। স্বাভাবিকভাবেই সার্চের ফলাফলে প্রথমেই আসছে করোনা বিয়ার সম্পর্কিত সংবাদ, ছবি বা ভিডিও।
এই দ্বন্দ্বে অবশ্য বিয়ারটির বিক্রি প্রভাবিত হয়নি। তবে এ নিয়ে এতো বেশি শোরগোল হচ্ছে যার কারণে প্রস্তুতকারক কোম্পানি কনস্টেলেশন ব্র্যান্ড কিছুটা বিব্রতকর এক অবস্থায় পড়েছে।
এমন অবস্থায় স্বাভাবিকভাবে যা করা উচিৎ তাই করেছে কনস্টেলেশন। মানুষের অনর্থক সন্দেহ আর কৌতূহল দূর করতে তারা এক আনুষ্ঠানিক বিবৃতি দেয়। কোম্পানি মুখপাত্র ম্যাগি বোম্যান ওই বিবৃতিতে বলেন, আমাদের অশিকাংশ ভোক্তাই জানেন করোনা ভাইরাসের সঙ্গে আমাদের ব্যবসা এবং বিয়ারের কোনো সম্পর্ক নেই।
অবশ্য অধিকাংশ মানুষই যে নেহাত মজা নিতেই গুগল সার্চে এমন অদ্ভুত অনুসন্ধান করছেন সেটাও স্পষ্ট। স্থানীয় বারটেন্ডাররা এসব হাস্যরসে বিয়ারের বিক্রি মোটেও কমেনি বলেই জানিয়েছেন। অবশ্য কৌতুকের সুযোগ পেয়ে অনেকেই বলেছেন, খুব বেশি পান না করলে করোনা বিয়ারে অসুস্থ হওয়ার ঝুঁকি নেই।