ভুলোমনা নাকি জিনিয়াস?
অন্যমনস্ক মানুষদের নিয়ে যে সব কথা প্রচলিত আছে তার অনেক কিছুই কিন্তু সত্যি। যেমন ধরুন ভুলোমনা কোনো অধ্যাপক, মাথার ওপরেই চশমা রেখে যিনি হন্যে হয়ে চশমা খুঁজে বেড়াচ্ছেন। অথবা, সৃষ্টিশীল কেউ যারা নিত্যনতুন আইডিয়া নিয়ে ভাবতে ভাবতে বাসের স্টপ পার করে ফেলে।
এ ধরনের মানুষকে খালি চোখে দেখে যা মনে হয় তারা তারচেয়ে বেশি স্মার্ট হতে পারে শুধু তা-ই নয়, খুব গোছানো মানুষদের চেয়েও আকর্ষণীয় হতে পারেন তারা।
যারা কিছুটা অগোছালো-এলেমেলো আর ভুলোমনা, মনে হয় মনোযোগে ঘাটতি আছে, সম্ভাবনা আছে তারা আদতে জিনিয়াস একজন মানুষ। যখন কারো মাথায় একসঙ্গে অনেক ধরনের আইডিয়া, চিন্তা ঘুরপাক খায়; ব্যবহারিক জীবনের অনেক চিন্তাই তখন মাথার মধ্যে চাপা পড়ে যায়। এখানে অদ্ভুত ব্যাপারটি হচ্ছে, এ ধরনের মানুষের মস্তিষ্ক কিন্তু এমন অবস্থাতেই সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে।
টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, কারো মস্তিষ্ক যতো বেশি বিশৃঙ্খল উপায়ে কাজ করে, আপনি হয়তো ততো বেশি বুদ্ধিমান, সৃষ্টিশীল আর স্মার্ট। নির্দিষ্ট সময়ে মাথায় শুধু একটি চিন্তাই থাকলে উদ্ভাবন কমে আসে।
স্টিভেন জনসনের 'হোয়্যার গুড আইডিয়াস কাম ফ্রম: দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ইনোভেশন' বইতে তিনি আলোচনা করেছেন কীভাবে বিভিন্ন ধরনের শখ মানুষকে যুগান্তকারী সৃষ্টির পথে নিয়ে যায়।
বিষয়টি বৃত্তের বাইরে চিন্তা করার মতোও নয় কিন্তু, নিজের মস্তিষ্কে কাছাকাছি সময়ে নানা জিনিস নিয়ে চিন্তা করার সুযোগ দেওয়ার মতো। এভাবে একেক বিষয় নিয়ে চিন্তা করতে করতে মানুষের মন বিভিন্ন বিষয়কে ভিন্ন আঙ্গিকে দেখা শেখে। এক ধরনের বিষয় থেকে পাওয়া কোনো শিক্ষাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ ভিন্ন অন্য সমস্যার সমাধানও করতে পারে।
জনসন মনে করেন, যে সব মানুষের মনে অনেক চিন্তা ঘুরপাক খায় তারা বেশি সৃষ্টিশীল এবং সমস্যার সমাধানেও বেশি পারদর্শী। জেগে জেগে স্বপ্ন দেখা বা বলা ভালো চিন্তা করতে করতে অন্য জগতে হারিয়ে যাওয়ার প্রবণতার কারণে মানুষের মস্তিষ্কের এক অংশ একটি সমস্যা নিয়ে চিন্তা করতে পারে এবং একইসাথে অন্য অংশ নতুন তথ্য নিয়ে চিন্তা করা, যোগসূত্র খুঁজে বের করা এবং কৌশল বের করার কাজ করতে পারে।
যখন আপনি খুব বেশি ক্লান্ত হয়ে যান, বা খুব বেশি মদ্যপ অবস্থায় থাকেন, সে সময়ই মাথায় যুগান্তকারী চিন্তার উদয় হতে পারে।
তাই, আপনি যদি আপনার চাবি কোথায় তা ভুলে বসে অন্য কোথাও খুঁজে মরছেন নাকি বারবার একই জিনিস হারাচ্ছেন; কিংবা দুই মিনিট আগেই রিমোট কোথায় রেখেছেন তা খুঁজে পাচ্ছেন না- তা কিন্তু তেমন চিন্তার বিষয় নয়। এ নিয়ে দুশ্চিন্তা না করে বরং নিজের চিন্তার ধারা অব্যাহত রাখুন- হতেই পারে হুট করে আপনিও হয়তো একদিন 'ইউরেকা' বলে চিৎকার করছেন।