আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে বিপুল মদ ও ক্যাসিনো সামগ্রী উদ্ধার
বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল মদ ও ক্যাসিনো সামগ্রী উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার বিকাল ৫টার দিকে গুলশান ২ এর ৫৭ নম্বর সড়কের শিল্পপতি ও চলচ্চিত্র প্রযোজকের একই হোল্ডিংয়ের পাশাপাশি দুটি বাড়িতে এ অভিযান শুরু হয়।
অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী খোরশেদ আলম বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “অভিযান চলছে; বাসাটিতে এ পর্যন্ত ক্যাসিনো সামগ্রী, বিপুল পরিমাণ মদ এবং সীসা পাওয়া গেছে।”
অভিযান চলাকালে আজিজ মোহাম্মাদ ভাই ওই বাড়িতে ছিলেন না। ওই বাড়ি থেকে মো. পারভেজ ও নবীন মণ্ডল নামে দুই তত্ত্বাবধায়ককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
নবীন সাংবাদিকদের বলেন, গত সাত-আট বছর ধরে তিনি এখানে কাজ করলেও কখনও আজিজ মোহাম্মদ ভাইকে দেখেননি।
তিনি জানান, একটি ভবনের চারতলা আজিজের স্ত্রী নওরীন ব্যবহার করেন। দোতলায় থাকেন আজিজের ভাইয়ের ছেলে। ওই ভবনের অন্য তলায় কেউ থাকেন না। আরেক ভবনের পাঁচ ও ছয় তলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের দুই বোন সখিনা মীর আলী ও নুরজাহান হুদা বসবাস করেন। দোতলায় তৃতীয় তলায় বোনের সন্তানরা বসবাস করে।