টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ছাড়ালো
কোভিড প্রতিরোধী জাতীয় টিকাদানের অষ্টম দিন নাগাদ মোট ৯,০৬,০৩৩ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রথম মাসেই ৩৫ লাখ নাগরিককে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
আজ রোববার সারাদেশে মোট ১,৬৯,৩৫৩ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
টিকা প্রাপ্তদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা যথাক্রমে; ৫৬,৫০৫ এবং ১,১২,৮৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
টিকাগ্রহণের পর ৩২ জনের মধ্যে মৃদু উপসর্গ লক্ষ্য করা যায়।
এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, রোববার সন্ধ্যে ৬.০৫ ঘটিকা নাগাদ ১৭,৪৬,০০০ জনেরও বেশি নাগরিক টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।