'টিকা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না', বক্তব্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়
১১ আগস্ট থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ টিকা না নিয়ে রাস্তায় চলাফেরা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে তার এমন বক্তব্যের সঙ্গে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, 'টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না' বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি।
এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া বা নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শীঘ্রই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনার টিকা প্রদান করে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার (৩রা আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, "টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। দরকার হলে এ ব্যাপারে অধ্যাদেশ জারি করেও শাস্তি দেওয়া হতে পারে"।
মন্ত্রী আরও বলেন, "যেহেতু দোকানপাট পুনরায় খুলে দেয়া হবে এবং গণপরিবহনও লকডাউনের পরে সীমিত আকারে চালানোর অনুমতি দেওয়া হয়েছে, তাই শ্রমিক, বাসের হেলপারসহ সবাইকে টিকা নিতে হবে"।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল পুনরায় চালু করা হবে।
সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কম সময়ে বেশি সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে আগামী ৭ আগস্ট থেকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ দিনে এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার।