নৌবাহিনী প্রধান হলেন মোহাম্মদ শাহীন ইকবাল
নতুন নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিনি আগামী ২৫ জুলাই থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। মোহাম্মদ শাহীন ইকবাল তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হলেন।
রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ১৯৮০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে তিনি নানা দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন। তিনি নৌবাহিনী ফ্রিগেটসহ সকল শ্রেণির জাহাজ ও গুরুত্বপূর্ণ ঘাঁটি কমান্ড করেছেন। চাকরি জীবনে প্রতিটি ক্ষেত্রে তিনি সর্বোচ্চ নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছেন।
তিনি যুক্তরাষ্ট্র থেকে নেভাল স্টাফ কোর্সসহ আরও কিছু গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেন। ভারত থেকে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার কোর্স সম্পন্ন করেন।
তিনি ২০১৩ সালে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারক ও বিশ্লেষক দলের সঙ্গেও কাজ করেছেন।
রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল তার অসামান্য একাডেমিক সাফল্য ও পেশাদারিত্বের জন্য নৌবাহিনীর সর্বোচ্চ পদক (এনবিপি) এবং নৌ উৎকর্ষ পদক (এনইউপি) পেয়েছেন।
এছাড়া রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল জাতিসংঘের হয়ে ইরাকে দায়িত্ব পালন করেন ১৯৯৭-৯৯ সময়কালে। তিনি ইউএন গার্ড কন্টিনজেন্টের একজন গর্বিত ব্লু ফ্ল্যাগধারী।