পিপিপি’র বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা
রাষ্ট্রায়ত্ত পাটকল পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে পরিচালনা ও শ্রমিকদের বাধ্যতামূলক অবসর প্রদানের খবরে উত্তপ্ত হয়ে উঠছে খুলনা অঞ্চলের শিল্পাঞ্চলগুলো। এই সিদ্ধান্ত বাস্তবায়ন চেষ্টার প্রতিবাদে সভা, সমাবেশ ও নতুন কর্মসূচি দিয়েছে পাটকল শ্রমিকরা।
আজ শনিবার (২৭ জুন) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ ঐক্য পরিষদ বিভিন্ন মিলে গেট সভা করেছে। প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, ইস্টার্ন, দৌলতপুর, আলিম, খালিশপুর জেজেআই, কার্পেটিং জুট মিলে এ কর্মসূচি পালিত হয়।
আগামীকাল রোববার শ্রমিকরা সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। একইসঙ্গে আগামী সোমবার শ্রমিক সন্তানদের নিয়ে রাজপথে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নামার ঘোষণা দেন তারা।
গেটসভাগুলোতে শ্রমিক নেতারা সরকারি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তারা বলেন, রাষ্ট্রায়ত্ত মিল বন্ধ করলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে। ফলে বেকারত্ব বাড়বে। কয়েক লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মো. খলিলুর রহমান বলেন, পিপিপি রাষ্ট্রায়ত্ত পাটকলে কোনো সুফল দেবে না, বরং বিজেএমসিকে বিলুপ্ত করে মিলের আধুনিকীকরণই এ শিল্পকে বাঁচাতে পারে। এতে হাজার হাজার শ্রমিকের যেমন নতুন কর্মসংস্থান হবে, তেমনি সরকারও আর্থিকভাবে লাভবান হবে।
মিলগুলোর পৃথক সভায় বক্তৃতা করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদের নেতা সোহবার হোসেন, মুরাদ হোসেন, মো. খলিলুর রহমান, শাহানা শারমিন, কাওছার আলী মৃধা, দ্বীন মোহাম্মদ, হুমায়ূন কবির, এস এম কামরুজ্জামান চুন্নু, হারুনুর রশিদ মল্লিক, নজরুল ফারাজী, মো. আলাউদ্দিন, আব্দুল হামিদ, আমিনুল ইসলাম, বেল্লাল মল্লিক প্রমুখ।