রাজাকারের তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যাচাই-বাছাই করে রাজাকারের তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হবে। এজন্য কোনো আবেদন করতে হবে না।
বুধবার রাজধানীতে এ কথা বলেন তিনি।
তবে মঙ্গলবার স্বাধীনতাবিরোধীদের তালিকায় সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ব্যাপকভাবে অভিযোগ পাওয়া গেলে প্রকাশিত ওই তালিকা প্রত্যাহার করা হবে। আর ‘দুই-একশ’ নামে ভুল হলে সংশোধন করা হবে। তবে ওই ভুলের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায় অস্বীকার করে মোজাম্মেল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তালিকা হুবুহু তারা প্রকাশ করেছেন, কোনো পরিবর্তন করা হয়নি।
রাজাকারের নামের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার কারণ জানতে চাইলে তিনি সোমবার বলেছিলেন, প্রথমত এই ব্যপারে আমি কিছুই জানি না। এর কারণ হলো এই তালিকাটি ১৯৭১ সালের করা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগ্রহ করেছি।
মঙ্গলবারও তিনি বলেন, “আমরা স্বীকার করব না যে আমরা করেছি। এই তালিকা আগেই করে রেখে গেছে। সেখানে কোনো ইল মোটিভ থাকতে পারে। উদ্দেশ্যমূলক... ভাই, যেভাবে আসছে, আমি তো বললাম, আমরা এটায় এডিট করি নাই। আমরা এখানে দাড়ি, কমা, সেমিকোলন… যেভাবে এসেছে; সেটা প্রকাশ করেছি।”