‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না তার ওপর নির্ভর করছে জিয়ার খেতাব বাতিল’
বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যদি জিয়াউর রহমানের সম্পৃক্ততা পাওয়া যায় তবেই তদন্ত সাপেক্ষে জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
"জিয়ার খেতাব এখনো বাতিল করা হয়নি," বলেন তিনি।
যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত বা সাজাপ্রাপ্ত খুনি শুধু তাদের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মোজাম্মেল হক আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটি তদন্ত করছে, তদন্ত শেষে জাতির সামনে যাবতীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে।
জিয়াউর রহমানে খেতাব বাতিলের প্রসঙ্গে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা।
এর আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।
সেই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।