রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে বেলজিয়ান কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর পায়রা বন্দর কর্তৃপক্ষের
রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং ও রক্ষণাবেক্ষণে বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি ইয়ান ডে নাল্ল- জেএনডি'র সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ)।
আজ রোববার (১৩ জুন) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর হুমায়ুন কল্লোল ও জেএনডি'র প্রকল্প পরিচালক ইয়ান মোয়েন্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ১০.৫ মিটার গভীরতার ৭৫ কিলোমিটার চ্যানেলটির ড্রেজিংয়ে ৪,৯৫০ কোটি টাকা ব্যয় হবে, এতে করে দেশের তৃতীয় সমুদ্রবন্দরে সর্বোচ্চ ৪০ হাজার মেট্রিক টনের জাহাজ জাহাজ ভিড়তে পারবে।
আগামী তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থে গঠন করা বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড (বিআইডিএফ) এ প্রকল্পে অর্থায়ন করবে।
চুক্তিটি স্বাক্ষরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মানান। এছাড়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।