হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকাল
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন।
সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস দৈনিক প্রথম আলোকে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার নুরুল ইসলামকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
নুরুল ইসলামের ছেলে মোরশেদ বিন নুর বলেন, "ডাক্তাররা জানায়, আমার বাবা দুদিন আগেই হার্ট অ্যাটাক করেছিলেন [হাসপাতালে নেওয়ার আগে] কিন্তু তখন আমরা জানতাম না।"
"শনিবার অনুষ্ঠিত উলামা মাশায়েখ সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তৎক্ষণাৎ চিকিৎসা না নেওয়ায় অবস্থার অবনতি হয়। সন্ধ্যায় সম্মেলন শেষে মাদ্রাসায় ফেরার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন বাবা," বলেন নুর।
এরপরই তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, গত ৬ নভেম্বর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তাকে সংগঠনটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।