১১ বছর পর নিষেধাজ্ঞা উঠল দিগন্ত টিভির ওপর থেকে
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়, দিগন্ত টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।
আদেশের অনুলিপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হয়েছে।
২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের সময় ঘৃণা, গুজব ও দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশনের অভিযোগে ওই বছরই চ্যানেলটির সম্প্রচার প্রাথমিকভাবে বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।