স্বর্ণের দাম ভরিতে কমলো ২,২৭৫ টাকা
প্রতিভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২,২৭৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুূয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (১৭ আগস্ট) বাজুসের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দাম কমানোর কারণ ব্যাখ্যা করে বাজুসের বিবৃতিতে জানানো হয়, 'স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায়- বাজুসের মূল্যায়ন ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে'।
আগামীকাল বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ২,২৭৫ টাকা কমে হবে ৮২,০৫৬ টাকা।
২১ ক্যারেট সোনার প্রতিভরি বিক্রি হবে ৭৮ হাজার ৩২৩ টাকায়, আগে যা ছিল ৮০ হাজার ৪৮০ টাকা।
১৮ ক্যারেট সোনার প্রতিভরি মূল্য হবে ৬৭ হাজার ১২৬ টাকা। আগের দাম ছিল ৬৮ হাজার ৯৯২ টাকা।
সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ২৮৭ টাকা।