চট্টগ্রামে বস্তিতে গুলি: হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৫ বস্তিবাসীকে গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সালিমপুর আলী নগর-ছিন্নমূল বস্তি এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসা নিতে আসা পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সংঘর্ষের ঘটনায় সীতাকুণ্ড থানায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা দায়ের করেছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ।
তিনি বলেন, 'বৃহস্পতিবার পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার প্রেক্ষিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
এদিকে শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২০ ও ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, পুলিশের গুলিতে গুরুতর আহত মো. আলী রাজ হাসান সাগর (২৬), আমেনা বেগম (৩৫), আমেনা বেগম (৫০), মোহাম্মদ পারভেজ (২৭) এবং মোহাম্মদ রাসুল (২০) পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশের দুই নারী ও দুই পুরুষ সদস্য তাদের পাহাড়া দিচ্ছেন।
চমেক হাসপাতালে কর্তব্যরত জেলা পুলিশের এসআই নুরুল আলম টিবিএসকে বলেন, 'আমরা হাসপাতালে চিকিৎসাধীন চারজনকে গ্রেপ্তারের আদেশ পেয়েছি। তবে সুস্থ না হওয়া পর্যন্ত তারা হাসপাতালে থাকবেন।'
এছাড়া গতকাল রাতেই চিকিৎসাধীন অবস্থায় একজনকে পুলিশ আটক করে হাসপাতাল থেকে নিয়ে গেছে বলে টিবিএসকে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
আলী রাজ হাসান সাগরের মা নুর নাহার টিবিএসকে বলেন, 'জেলা প্রশাসনের লোকজন আমাদের বস্তিতে উচ্ছেদ শুরু করলে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু পুলিশ সরাসরি গুলি চালায়।
চিকিৎসকরা জানিয়েছেন সাগরের শরীরে অন্তত ২০টি ছড়রা গুলি লেগেছে। কিন্তু সকাল থেকে পুলিশ এসে বসে আছে। সাগরকে কি গ্রেপ্তার করা হয়েছে কি না সেটা বলছে না।'
পুলিশ বলছে বৃহস্পতিবার জঙ্গল সালিমপুরের আলী নগর-ছিন্নমূল বস্তি এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বস্তিবাসীদের বাধার মুখে পড়ে অভিযানকারী দল।
এরপর কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হয় বলে দাবি করেছে বস্তিবাসীরা, তবে পুলিশ আহতদের সংখ্যা নিশ্চিত করেনি।
৮৫০ একর এ জমিতে গড়ে ওঠা এই বস্তির বাসিন্দা প্রায় এক লাখ মানুষ, তাদের বেশিরভাগই জলবায়ু পরিবর্তনের ফলে অভ্যন্তরীণ অভিবাসনে বাধ্য হওয়া জনগোষ্ঠী। ২০০৪ সাল থেকেই এখানে থাকনে তারা।
সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসন এই বিপুল সংখ্যক বস্তিবাসীকে সড়িয়ে সেখানে নাইট সাফারি পার্ক, কারাগার, জাতীয় তথ্য কেন্দ্রসহ বিভিন্ন সরকারি অফিস তৈরির ঘোষণা দিয়েছে।
এরপর থেকে বিভিন্ন সময়ে চলে আসা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের দায়ের করা ছয়টি মামলায় অন্তত এক হাজার স্থানীয় বাসিন্দাকে আসামি করা হয়েছে। আজ নতুন করে আরও দুটি মামলা দায়ের হলো।
গত ২০ আগস্ট সেখানকার বাসিন্দাদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা ও মালামাল অন্যত্র সরিয়ে নিতে আল্টিমেটাম ঘোষণা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করলে এ ঘটনা ঘটে।