চট্টগ্রাম চিড়িয়াখানার নতুন বাসিন্দা হল্যান্ডের ক্যাঙ্গারু ও লামা
চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন বাসিন্দা হিসেবে যুক্ত হয়েছে হল্যান্ড থেকে আমদানি করা ৬টি ক্যাঙ্গারু ও ৬টি লামা। আজ শুক্রবার ভোরে এসব নতুন প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌছে। সকাল ১০ টায় প্রাণীগুলোকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চট্টগ্রাম চিড়িয়াখানার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আয় বাড়াতে নতুন নতুন প্রাণী নিয়ে আসা হচ্ছে। আমদানি করা ক্যাঙ্গারুগুলোর মধ্যে চারটি নারী ও দুটি পুরুষ ক্যাঙ্গারু। একেকটি ক্যাঙ্গারুর ওজন ৩০ থেকে ৩৫ কেজি, বিপরীতে লামা গুলোর ওজন ১০০ কেজির বেশি। এদের রাখার জন্য আলাদা খাঁচা তৈরি করা হয়েছে।"
তিনি আরও জানান, আগামী জুন-জুলাইয়ের দিকে অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারু, এমু ও উটপাখি আনা হবে। পর্যায়ক্রমে আরও নতুন নতুন প্রাণী আনা হবে। চিড়িয়াখানাকে আরও আধুনিক ও দর্শকদের কাছে আকর্ষণীয় করতে গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই চট্টগ্রাম চিড়িয়াখানায় আফ্রিকা থেকে আমদানি করা রয়েল বেঙ্গল টাইগারের দম্পতি রাজ-পরীর ঘরে জন্ম নেয় বিরল প্রজাতির চারটি সাদা শাবক।
চট্টগ্রামের এই একমাত্র চিড়িয়াখানায় বছরে প্রায় পাঁচ লাখ দর্শনার্থী পরিদর্শনে আসেন।