ঘূর্ণিঝড় সিত্রাং: জোয়ারের আঘাতে টেকনাফে মেরিন ড্রাইভের দুই অংশে ভাঙ্গন
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সমুদ্রের জোয়ারের ঢেউয়ের আঘাতে টেকনাফে মেরিন ড্রাইভের দুই অংশে ভাঙ্গন সৃষ্টি হয়েছে।
টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "সিত্রাং এর কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ছিল। এতে সোমবার রাতে জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়াস্থ শ্মশান এলাকায় মেরিন ড্রাইভের দুইটি অংশে ভাঙ্গন সৃষ্টি হয়েছে; যেখানে সড়কের ৬-৭ হাত করে অংশ ভেঙ্গে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
ঘূর্ণিঝড়ে কোন হতাহত না থাকলেও অন্যান্য ক্ষয়-ক্ষতি নির্ধারণের জন্য কার্যক্রম চলছে বলে জানান তিনি।