ঢাকার সড়ক নিরাপত্তা গবেষণায় অর্থায়ন করবে ব্লুমবার্গ: মেয়র আতিক
ঢাকা শহরে সড়কের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় গবেষণা করে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। এর জন্য যত খরচ হবে সব আর্থিক এবং অর্থনৈতিক ডেটা সফটওয়্যার সংস্থা ব্লুমবার্গ দেবে। বিষয়টি নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার রাজধানীর গুলশানের নগর ভবনের অডিটোরিয়ামে 'সি-৪০ সিটিস কনফারেন্স অ্যান্ড ব্লুমবার্গ অ্যাওয়ার্ড-২০২২' অর্জন বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম ব্লুমবার্গ অ্যাওয়ার্ড নগরবাসীকে উৎসর্গ করেন এবং এ পুরস্কার প্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান।
মেয়র বলেন, ব্লুমবার্গ ফিলানথ্রফিস ঢাকা শহরের যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে তাদের সাথে একটি চুক্তিও হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, 'ঢাকা শহরের বিপুল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় মাঠ-পার্ক নেই, ওপেন স্পেস নেই। সব জায়গায় শুধু প্লট আর ভবন। শহরকে বাঁচাতে মাঠ-পার্ক নির্মাণ করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।'
ডিএনসিসি মেয়র বলেন, 'বিশ্বের বিভিন্ন শহরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে কাজ করছি। আন্তর্জাতিক পরিমন্ডলে সহযোগিতার জন্য তিনটি প্রস্তাব রেখেছি- জলবায়ু উদ্বাস্তুদের জন্য বরাদ্দকৃত ফান্ডের ৫০% নগরের জন্য বরাদ্দকরণ, গ্রিন জব তৈরি করা এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য স্বল্প খরচে বাসস্থানের ব্যাবস্থা করা।'
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পুরো বিশ্ব আজ হুমকিতে উল্লেখ করে মেয়র বলেন, 'প্রতিনিয়ত তাপমাত্রা বেড়ে চলেছে। পুরো বিশ্ব হুমকিতে রয়েছে। উত্তর মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে লবণাক্ত পানি সর্বত্র ছড়িয়ে পড়ছে। বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। ন্যাচারবেজড সলিউশনের কোন বিকল্প নেই। আমরা ন্যাচারবেজড সলিউশনে গুরুত্বারোপ করছি।'
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'তেজগাঁওয়ে প্রায় সাড়ে ৬ হাজার ট্র্যাক। আমি গেলে কেউ থাকে না। চলে আসলে আবার আসে। তেজগাঁওয়ে কয়েকটি সংস্থা ও মন্ত্রণালয়ের জমি রয়েছে। অনুরোধ করছি সেগুলো সিটি কর্পোরেশনে হস্থান্তর করার। এই ট্র্যাকগুলোর জন্য একটি সেখানে একটি স্টেশন নির্মাণ করলে এটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আসবে।'
উল্লেখ্য ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম মেয়র'স মাইগ্রেশান কাউন্সিলের লিডারশীপ বোর্ডের সদস্য, মেয়র'স মাইগ্রেশান কাউন্সিল টাস্কফোর্সের কো-লীড এবং সি-৪০ সিটিস স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে সি-৪০ সিটির এবারের শীর্ষ সম্মেলনে গত ১৯ অক্টোবর ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের হাতে এই পুরস্কার তুলে দেন সি-৪০ সিটিস এর চেয়ারম্যান ও লন্ডনের মেয়র সাদিক খান।
এ বছরের সি-৪০ সিটিস এর শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য 'ইউনাইটেড ইন অ্যাকশন' এর সাথে সামঞ্জস্যপূর্ণ পাঁচটি বিভাগে মোট ১১টি শহরকে এই পুরস্কার প্রদান করা হয়।