ট্রাম্প জেতার পর শীর্ষ ১০ ধনীর সম্পদ একদিনেই বেড়েছে ৬৪ বিলিয়ন ডলার!
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদ একদিনেই রেকর্ড পরিমাণে বেড়েছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার মালিক ইলন মাস্কসহ বিলিয়নিয়ারদের মোট সম্পদের মূল্য ৬৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। এর মধ্যে ইলন মাস্কের সম্পদেই যোগ হয়েছে ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। অ্যামাজন ডটকমের জেফ বেজোস এবং অরাকল কর্পোরেশনের ল্যারি এলিসও রয়েছেন শীর্ষে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ২০১২ সাল থেকে ব্লুমবার্গের দৈনিক সম্পদ সূচক গণনা শুরুর পর গতকালই সবচেয়ে বেশি সম্পদ গণনা করা হয়েছে।
অধিকাংশের এমন লাভের কারণ হল মার্কিন স্টক মার্কেটের উত্থান। সবাই আশা করছেন, হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প কর এবং বাজারের ওপর নিয়ন্ত্রণ কমাবেন। ইতিহাসের সেরা নির্বাচনের পর এস অ্যান্ড পি ৫০০ সূচকও ২ দশমিক ৫ শতাংশ হারে বেড়েছে। পাশাপাশি মার্কিন ডলারের মূল্যও বেড়েছে।
সুইজারল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ এবং সিওআইও লম্বার্ড ওডিয়ারের সামি চ্যার ও বিনিয়োগ কৌশল বিভাগের প্রধান লুকা বিনডেলি এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, "যুক্তরাষ্ট্রের আর্থিক সম্পদ বিশেষ করে শেয়ারবাজার ও মার্কিন ডলার দুটোই বাড়বে।"
বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে একমাত্র ধনী এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন।
অপরদিকে ইলন মাস্ক প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রচারণা চালিয়েছেন। জানা গেছে, ট্রাম্প তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের দিনই টেসলার শেয়ার মূল্য ১৫ শতাংশ বেড়ে গেছে। এ কারণে মাস্কের লাভ এক বছরে ৩২ শতাংশ বেড়ে গেছে।
মাস্ক ছাড়াও অন্য ধনীরা হলেন ক্রিপ্টো বিলিয়নিয়ার। ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান কোইনবেস গ্লোবাল ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ব্রায়ান আর্মস্ট্রংয়ের মোট সম্পদের মূল্য ৩০ শতাংশ বেড়ে ১১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চাংপেং ঝাও নির্বাচনের পর সম্পদের আরও ১২ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যোগ করেছেন। এতে তার মোট সম্পদের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারে।