বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিড়াল প্রদর্শনী
বরিশালে প্রথমবারের মত আয়োজিত হলো জমকাল বিড়াল প্রদর্শনী। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর একটি কনভেনশন হলে আয়োজিত এ প্রদর্শনী আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে বিড়ালপ্রেমীদের অংশগ্রহণ আর প্রতিযোগীতার মধ্য দিয়ে।
রং বেরংয়ের বিড়াল অংশগ্রহণ করে এ প্রদর্শনীতে।
এতে প্রতিযোগী হিসেবে অংশ নেয় শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামের তিন বিড়ালসহ মোট ৪০টি বিড়াল।
মেলার আয়োজক ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, "পশুপ্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী প্রথম গ্রুপ খুলে বিড়াল প্রেমীদের একত্র করার চেষ্টা করি এবং অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পাই।"
"পরে সকলের সম্মতিতে শুক্রবার বরিশালে প্রথম বিড়াল প্রদর্শনীর আয়োজন করি। সেখানে বিড়ালগুলো বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়," যোগ করেন আবির।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম।
তিনি বলেন, "আজকের এই বিড়াল প্রদর্শনী ছিল বিড়ালদের প্রতিযোগিতার পাশাপাশি চিত্তবিনোদনেরও একটি বিষয়। নাগরিক জীবন নগরে সবসময় একই রকম যায়। এই বিড়াল মেলা সবার জন্য একটু ব্যতিক্রম আনন্দ নিয়ে এসেছে।"
মেলায় অংশগ্রহণকারী জেবা মারিয়া অহনা বলেন, "আমরা শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামে বিড়ালের নামকরণ করেছি, কারণ বর্তমানে এর ট্রেন্ড চলছে।"
আরেক অংশগ্রহণকারী শারমিন বলেন, "আমার ছেলেমেয়েদের জন্য দুই বছর ধরে বিড়াল পুষছি। প্রযুক্তির এই সময়ে সন্তানদের মোবাইলসহ অন্য ডিভাইসে আসক্ত না করে জীবেপ্রেম শেখাতে পারলে মনে করি, সঠিক শিক্ষা দিতে পারবো। এই জায়গা থেকেই আমি উদ্যোগী হয়ে বিড়াল পুষছি।"
এমন ব্যতিক্রমী মেলার আয়োজন সাধারণ মানুষের মধ্যে পশুর প্রতি ভালোবাসা অনেক বাড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকে; জীবের প্রতি দয়ার বিষয়েও বাড়বে সচেতনতা। তাই অংশগ্রহণকারীদের চাওয়া ব্যাতিক্রমী এই আয়োজন যেন মাঝে মাঝেই হয়। তাতে নগরজীবনের একঘেয়েমি কাটবে অনেকাংশে।
শুক্রবারের এই মেলায় দর্শনার্থী ছিলেন শতাধিক। এছাড়া, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন ৪০ জন বিড়াল মালিক। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।