খোলাবাজারে বিক্রির জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
সরকারি ক্রয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি বুধবার (৩০ নভেম্বর) এক ভার্চুয়াল সভায় ছয়টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এরমধ্যে সয়াবিন তেল ক্রয় এবং সার আমদানির দুটি প্রস্তাবও ছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা অংশ নেন।
এতে অনুমোদিত এক প্রস্তাব অনুসারে, খোলাবাজারে বিক্রয় কর্মসূচির (ওএমএস) জন্য রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয় সরবরাহকারীদের থেকে ২ কোটি ২০ লাখ টন সয়াবিন কিনবে।
তবে কোন কোন কোম্পানি এই সরবরাহের দায়িত্ব পাবে এবং সরাসরি ক্রয় নাকি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী নির্বাচন করা হবে– এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান বৈঠকে নেওয়া সিদ্ধান্তটি সম্পর্কে বলেন, তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি বৈঠকে উত্থাপন করা হয়, এবিষয়ে আগে থেকে আমার বিস্তারিত জানা ছিল না।
এছাড়া, ৮০ হাজার মেট্রিক টন সার আমদানিতে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি।
অনুমোদিত একটি প্রস্তাবের আওতায়, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট অভ পটাশ (এমওপি) সার সরকার পর্যায়ে চুক্তির মাধ্যমে কিনবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এতে ব্যয় হবে ৩৫৮.৪৮ কোটি টাকা।
প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৭৯.৬৫ ডলার। আগে এমওপি সারের টনপ্রতি দাম ছিল ৭৭৮.১৭ টাকা।
এছাড়া, মরক্কোর ওসিপি, এসএ থেকে সরকার পর্যায়ে চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট সার আমদানি করবে বিএডিসি। এর ব্যয় ধরা হয়েছে ১৫০.৬৭ কোটি টাকা।
প্রতি মে.টন টিএসপি সারের দাম পড়বে ৪৭৪ ডলার, যা আগে ছিল ৬৮৭.২৫ ডলার।
পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত ঢাকা ওয়াসা'র তিনটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি।