গাইবান্ধা-৫ উপনির্বাচন বাতিল: ১৩৪টি কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে ইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ উপনির্বাচনে দায়িত্বে অবহেলার দায়ে ১৩৪টি কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে সিইসি এ মন্তব্য করেন।
চলতি বছরের ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচন স্থগিত করা হয়।
তিনি বলেন, একজন রিটার্নিং অফিসার পুরো নির্বাচন পরিচালনা করেন। যতবার সম্ভব ভোট কেন্দ্র পরিদর্শন করা তার নিয়মিত দায়িত্ব। কিন্তু, তিনি তার দায়িত্বে অবহেলা করেছেন। সিইসি টেলিফোনে অনিয়মের কথা জানালে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন। রিটার্নিং কর্মকর্তার পরিদর্শন ও আইন অনুযায়ী সব কার্যক্রম চলছে কিনা- তা নিশ্চিত করা এবং কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে তাৎক্ষণিক উদ্যোগ নেয়ার কথা ছিল। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচন স্থগিত করা হয়।