আজ থেকে শুরু ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)।
উৎসবে ১২৯টি পূর্ণ-দৈর্ঘ্যের ফিচার ফিল্ম এবং ১২৩টি স্বল্প-দৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আজ বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, "রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে প্রতি বছর বিভিন্ন সংস্থার সহায়তায় ডিআইএফএফ-এর আয়োজন করে আসছে। দুর্ভাগ্যবশত, সেই সমর্থন কমে যাচ্ছে।"
"ভবিষ্যতে এই উৎসবটি চালিয়ে যেতে আমাদের সরকার, সমাজ এবং কর্পোরেশনের অভিজাত সদস্যদের কাছ থেকে যথাযথ আর্থিক সহায়তা প্রয়োজন, যা বিশ্বের প্রতিটি সফল চলচ্চিত্র উৎসবের পিছনে চালিকা শক্তি।"
বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন এবং কবি সুফিয়া কামাল মিলনায়তন, ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তন, নন্দন থিয়েটার ওপেন গ্রাউন্ড এবং জাতীয় সঙ্গীত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তন, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা (ধানমন্ডি) এবং জাতীয় প্রেসক্লাবে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।
চলচ্চিত্রগুলো নয়টি বিভাগে প্রদর্শিত হবে: এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্মস, নারী চলচ্চিত্র নির্মাতা, স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র এবং স্পিরিচুয়াল ফিল্মস।
এবারের উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী (২১ জানুয়ারি) মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে। এটির নেতৃত্ব দেবেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা জন জোস্ট এবং বেলজিয়ামের আঞ্জা স্ট্রেলেক। এছাড়াও একটি বিশেষ সেশন থাকবে যেখানে স্ক্রিপ্ট পিচিং, ফিল্ম স্টাডিজ এবং বাস্তব চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন সাদিয়া খালিদ রিতি এবং চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ। এক্ষেত্রে বিধান রেবেইরো মাস্টার ক্লাস সেশন পরিচালনা করবেন।
২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।