প্রকল্প পরিচালকের ওপর হামলা, ১২ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করলো চসিক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে চসিক।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সিটি কর্পোরেশনের অধীনে সড়ক উন্নয়ন ও বিমানবন্দর সড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের পরিচালক ছিলেন প্রকৌশলী গোলাম ইয়াজদানী। প্রকল্পগুলোর মূল্য আড়াই হাজার কোটি টাকা।
চুক্তি না দেওয়ায় গত ২৯ জানুয়ারি চট্টগ্রামে নিজের অফিসে একদল ঠিকাদারের হাতে হামলার শিকার হন গোলাম ইয়াজদানী। হামলার পর তিনি চট্টগ্রামে দায়িত্ব পালনে আর আগ্রহী নন বলে জানান।
কালো তালিকাভুক্ত করা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হলো মুহাম্মদ সাহাব উদ্দিনের মেসার্স মাহমুদা বিল্ডার্স ও মেসার্স এস জে ট্রেডার্স, সঞ্জয় ভৌমিকের মেসার্স বাংলাদেশ ট্রেডার্স, মোহাম্মদ ফেরদৌসের মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ, সুভাষ মজুমদারের মেসার্স জয় ট্রেডার্স, মো. হাবিব উল্লা খানের মেসার্স খান করপোরেশন, মো. নাজিম উদ্দিনের মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্স, মো. নাজমুল হোসেনের মেসার্স রাকিব এন্টারপ্রাইজ, মো. ইউসুফের মেসার্স ইফতেখার অ্যান্ড ব্রাদার্স, আশীষ কুমার দের মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ ও মেসার্স দীপা এন্টারপ্রাইজ এবং আলমগীরের মেসার্স তানজিল এন্টারপ্রাইজ।
চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, "চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় এ ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদাররা জড়িত ছিল বলে চিহ্নিত করা হয়েছে।"
"তারা সিটি করপোরেশনের ঠিকদারি ব্যবসার সাথেও জড়িত। এ ঘটনায় তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে," যোগ করেন তিনি।