২০ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
শনিবার (১১ মার্চ) চট্টগ্রামের ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে লাগা আগুন প্রায় ২০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়; এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক।
তিনি আরও জানান, সেনা কর্মকর্তারা এখনও ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর দল আপাতত ঘটনাস্থল ত্যাগ করেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ২২টি ইউনিট কাজ শুরু করেছিল।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পানির স্বল্পতা এবং তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে ওঠে; ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।
এদিকে, শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল ইউএসএআর (ইউনিট সার্চ অ্যান্ড রেসকিউ টিম)ও ঘটনাস্থলে পৌঁছেছে।
ঘটনা তদন্তে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।
জানা যায়, ছোট কুমিরার ১ একর ৯৪ শতক জায়গায় অবস্থিত গুদামটির মালিক সীতাকুণ্ডের এস এল শিপ ব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী লোকমান হোসেন।
কয়েক বছর আগে তিনি গুদামটি ইউনিটেক্স গ্রুপকে ভাড়ায় দেন। এরপর থেকে ইউনিটেক্স গ্রুপ তাদের স্পিনিং মিলের তুলার জন্য গোডাউনটি ব্যবহার করে আসছে। প্রতিদিন ট্রাক যোগে টনে টনে তুলা সেখানে স্তূপ করা হতো।
এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।