সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে: ওবায়দুল কাদের
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কারণে বিমানবন্দর সড়ক বিশেষ করে গাজীপুর স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, "বিআরটি প্রকল্প শেষ হওয়ার কথা বললেও শেষ হয় না। এতে মানুষের ভোগান্তি হচ্ছে।"
ঈদে গাজীপুরের পাশাপাশি এলেঙ্গা-সিরাজগঞ্জ-বগুড়া সড়কে বাধাহীন চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন।
রোববার (৯ এপ্রিল) বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য করণীয় ঠিক করতে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
এদিকে সভায় উপস্থিত স্টেকহোল্ডার ও দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনে যুক্ত হওয়া স্থানীয় প্রশাসন ঈদের নির্বিঘ্ন ট্রাফিক নিশ্চিতে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন।
সভায় ঈদের আগের পাঁচ দিন ও পরের সাত দিন মিলে মোট ১৩ দিন সারা দেশের সব ফুয়েল স্টেশন ও সিএনজি পাম্প ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগের তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে। এবারের ঈদে মহাসড়কে মোটরবাইক চালু থাকবে।
সড়কে শৃঙ্খলার অভাবকে বড় সংকট হিসেবে উল্লেখ করে মন্ত্রী শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করতে পুলিশ ও বিআরটিএ কর্তাদের কাজ করার নির্দেশ দেন।
তিনি বলেন, "আমাদের সবচেয়ে বড় সংকট ডিসিপ্লিনের। ডিসিপ্লিন আমরা সড়কেও কার্যকর করতে পারিনি, পরিবহনেও পারিনি।…ডিসিপ্লিন কীভাবে কার্যকর করা যাবে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে।"
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, "ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে সড়কে যোগাযোগ ব্যবস্থা সেভাবে পরিচালনা হবে। দুইটি বিষয়কে গুরুত্ব দিলে দুর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি। ফিটনেসবিহীন গাড়ির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি। এখনো সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এসব গাড়ি বন্ধ করতে হবে।"
"এছাড়া লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালাতে পারবে না, এটাও নিশ্চিত করতে হবে। এই দুটি বিষয় নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছি", যোগ করেন নিসচা চেয়ারম্যান।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ঈদে ভাড়া নৈরাজ্য বন্ধ ও ঈদের ছুটি একদিন আগে দেওয়ার আহ্বান জানান।
গার্মেন্টস ওয়ার্কারদের ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, তারা একযোগে শতাধিক যানবাহন নিয়ে রাজধানী ছাড়ে, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও ঈদযাত্রার সময় টোল প্লাজাগুলোতে টোল আদায়ের ধীরগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।
সেতু বিভাগের সচিব মোঃ মঞ্জুর হোসেন জানান, টোল আদায়ে অটোমেশন চালুর চেষ্টা চলছে, পাশাপাশি বুথের সংখ্যাও বাড়ানো হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, "দেশের সড়ক-মহাসড়কসমূহ অতীতের যেকোন সময়ের তুলনায় এখন ভালো। সড়কের জন্য কোথাও যাতে কোন জনদুর্ভোগ না হয় সেজন্য আমরা সতর্ক রয়েছি এবং মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এয়ারপোর্ট-জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের এয়ারপোর্টের সামনের ওভারপাস ঈদের আগে উন্মুক্ত করে দেওয়া হবে এবং টঙ্গী ব্রিজেও আশা করি সমস্যা হবে না।"
সচিব আরও বলেন, "ঢাকা মহানগরীর ঢাকা জেলা ও পার্শ্ববর্তী জেলাসহ বেশ কয়েকটি জেলায় যানজট প্রবণ ৪৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। যেখানে ঈদুল ফিতর এর পূর্ববর্তী ৭ দিন এবং পরবর্তী ৭ দিন মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মহানগরীর টার্মিনালসমূহে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে টাস্কফোর্স কাজ করবে। অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে।"
যাত্রীদের চাপ এড়াতে পোশাক কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেয়ার জন্য বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের প্রতি আহবান জানান তিনি।