বরিশালে ৫০ শতাংশ, খুলনায় ৪২-৪৫ শতাংশ ভোট পড়ার সম্ভাবনা: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বরিশালে সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়তে পারে, খুলনায় তা হতে পারে ৪২-৪৫ শতাংশ।
আজ সোমবার (১২ জুন) বিকেল ৪টায় দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ হিসাব দেন সিইসি।
এছাড়া, বরিশাল ও খুলনায় নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আমার যে পর্যবেক্ষণ, তাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি যে সার্বিকভাবে ভোটটি বরিশাল ও খুলনা সিটি করপোরেশন বেশ গুরুত্ব বহন করেছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে।