আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলবে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে: ওবায়দুল কাদের
আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উত্তরা হাউজ বিল্ডিং থেকে চেরাগ আলী পর্যন্ত ৪.৫ কিলোমিটার উড়াল সড়ক পরিদর্শন শেষে আজ (১৭ জুন) সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, কোরবানির ঈদের আগে ভোগান্তি কমাতে এয়ারপোর্টের কাছে বি আর টির জসিম উদ্দিন অংশটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে পুরো সাড়ে ২০ কিলোমিটার সড়কে বি আর টি চালু হবে বলে মন্ত্রী জানান।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টঙ্গী পর্যন্ত চালু করা হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ শেষ হয়েছে। আরও ১০০টি সেতু উদ্বোধনের অপেক্ষায় আছে।
এ সময় মন্ত্রী বলেন, "বিদেশে পলাতক কোন নেতার রিমোট কন্ট্রোল নির্দেশে জনগণের সম্পৃক্ততায় কোন আন্দোলন হবে না।"
নিজেদের পার্টির চেয়ার পার্সনকে মুক্ত করতে বিএনপি কোন বড় অন্দোলন করতে পারেনি মন্তব্য করে মন্ত্রী বলেন, "তাদের পক্ষে সরকার পতনের আন্দোলন সম্ভব নয়।"