৫ জুলাই থেকে পুরোদমে কার্যক্রম শুরু করবে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর অধীনস্ত দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল আগামী বুধবার (৫ জুলাই) থেকে পুরোদমে কার্যক্রম শুরু করবে। এটি বর্তমানে কেবল বহির্বিভাগে চিকিৎসার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সোমবার (৩ জুলাই) এক সভায় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ ঘোষণা দিয়ে বলেন, 'রোগীদের সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় এড়ানোর লক্ষ্যে প্রতিদিনের প্রায় ৫০ শতাংশ টিকিট অনলাইন অ্যাপয়েনমেন্টে দেওয়ার পরিকল্পনা রয়েছে।'
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন।
সভায় ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের মাধ্যমে বৈকালিক চিকিৎসাসেবা প্রদান শতভাগ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বর্তমানে সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ শুক্রবার বাদে বাকিসব দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
স্টেট অভ দ্য আর্ট এই বিশেষায়তি হাসপাতালটি বিএসএমএমইউ-এর উত্তরদিকে ৩.৪ একর জমিতে এক হাজার ৩৬৬ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে। নির্মাণখরচের এক হাজার ৪৭ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে দক্ষিণ কোরিয়া।
হাসপাতালটিতে মোট ৭৫০টি শয্যা রয়েছে। এছাড়া এখানে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ১০০ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি ও ২২টি ভিআইপি কেবিন, এবং ২৫টি ডিলাক্স কেবিন থাকবে।
এর আগে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।