অবস্থান কর্মসূচি পালনে আ.লীগ-বিএনপি কাউকেই অনুমতি দেয়নি ডিএমপি
আজ (২৯ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সকল প্রবেশমুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ বা বিএনপিকে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিচ্ছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, "শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সকল প্রবেশমুখে সকাল ১১ টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে। উক্ত রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিকট হতে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।"
শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরা বিএনএস কেন্দ্রের বিপরীতে, গাবতলী এসএ খালেক বাস স্টেশনের সামনে, নয়াবাজার বিএনপি কার্যালয়ের সামনে এবং যাত্রাবাড়ীর দনিয়া কলেজের কাছাকাছি- মোট চারটি পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর 'শান্তি সমাবেশ' চলাকালীন তারাও আজ সকাল ১১টা থেকে আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ও যাত্রাবাড়ী এলাকায় আবারও পাল্টা কর্মসূচি 'শান্তি সমাবেশ'-এর ঘোষণা দিয়েছে।
একই সময়ে প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির কারণে রাজধানীতে যাতায়াত ও ব্যবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া, দুই পক্ষের সমর্থকদের মধ্যে রাজপথে সংঘর্ষের আশঙ্কায় সরকার ইতোমধ্যেই ওইসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, শুক্রবারে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ থেকে ফেরার সময় ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, শুক্রবার রাতে ডিএমপি কমিশনার বলেন, "রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কাউকে রাস্তা অবরোধ করতে দেওয়া হবে না। যেই করবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।"
র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈনও একই কথা বলেছেন।
তিনি বলেন, যেকোনো নৈরাজ্য এড়াতে শহরের বিভিন্ন চেকপোস্টে ফোর্স মোতায়েন করবে র্যাব।
ডিএমপি নিষেধাজ্ঞা জারি করার আগে শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনে আর পুলিশের অনুমতি নেবে না দল।
বিএনপির এই নেতা বলেন, তারা শনিবারের কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন; এ বিষয়ে আর অনুমোতি চাওয়া হবে না।
"আমরা জনগণের অধিকারের জন্য এই আন্দোলন করছি। অনুমতি ছাড়াই দেশের যেকোনো স্থানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করব। কেউ আমাদের বাধা দিতে পারবে না," যোগ করেন তিনি।