দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনবে এমন সংস্কার চায় বিএনপি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনবে এমন সংস্কার চায় বিএনপি।
তিনি বলেন, 'বিএনপি সবসময়ই সবার আগে সংস্কারের পক্ষে কথা বলেছে। তবে সেই সংস্কার মানে বইয়ের কয়েক লাইন পরিবর্তন নয়। যে সংস্কার দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনবে আমরা সেই সংস্কারের কথা বলছি।'
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল মাঠে এ সমাবেশের আয়োজন করে বিএনপি।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, 'বিএনপি ৩১ দফার আলোকে জনগণের সামনে রাষ্ট্র সংস্কার প্রস্তাব তুলে ধরার চেষ্টা করেছে। অনেকেই সংস্কারের কথা বলছেন, প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি, এই সংস্কারের প্রস্তাব প্রথমে দিয়েছে বিএনপি।'
তিনি আরও বলেন, 'এক বাক্যে সংস্কার বলতে সেটাই বুঝি যে সংস্কার করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, বেকার সমস্যার সমাধান হবে, নারীর স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, দেশের সন্তানেরা শিক্ষা পাবে এবং কিঞ্চিৎ হলেও দেশের মানুষ স্বাস্থ্যসেবা পাবে; আমি সেই বিষয়গুলোকেই সংস্কার বলছি।'
বিএনপি ও দেশের জন্য প্রয়াত তরিকুল ইসলামের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, 'তরিকুল ইসলাম যতদিন বেঁচে ছিলেন মানুষের অধিকার নিশ্চিতের লড়াই করে গেছেন। এদেশের মানুষের শিক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে করেছেন তিনি। দেশের স্বার্থে মানুষের স্বার্থে পাশে দাঁড়িয়েছেন।'
তিনি আরও বলেন, 'বিএনপি অন্যমাত্রায় তরিকুল ইসলামকে স্মরণ করে। বিশেষ করে ২০১৩-২০২৪ সালের আন্দোলনে তরিকুল ইসলামের অসাধারণ সাংগঠনিক দক্ষতা ফুটে উঠেছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শান্তিময় ঐতিহাসিক যশোরের সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন তরিকুল ইসলাম। যার প্রমাণ আজকের মাঠের উপস্থিতি। তৃণমূলের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক। তিনি কখনো তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তার শূণ্যতা আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি।'
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, দলের নির্বাহী কমিটির সদস্য সদস্য আবুল হোসেন আজাদ, খুলনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কৃষকদলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।