সন্ধ্যা ৬টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সরকার-বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এই কর্মসূচি কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে আজ সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির আজকের অবস্থান কর্মসূচি কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলার সময় শ্যামলী ও মাতুয়াইলে যানবাহনে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষে তাদের ২০ সদস্য আহত হয়েছে।
এর আগে গতকাল শুক্রবারের মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশপথগুলোয় অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।
সরকার পতনের দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের রাজপথে অবস্থান করার নির্দেশনা দেয় দলের হাই-কমান্ড।
অন্যদিকে, শান্তি-সমাবেশ থেকে বিএনপির কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।