২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশপথে তল্লাশি অভিযান অব্যাহত
শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক সমাবেশকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
ধামরাইয়ের ইসলামপুর, আশুলিয়া ব্রিজ, সাভারের বিরুলিয়া ও আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে।
আমিনবাজার চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা আবদুর রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আগামীকাল (শনিবার) রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ থাকায় কেউ যাতে ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা এই তল্লাশি অভিযান পরিচালনা করছি। এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।'
শুক্রবার সকাল ৮টার দিকে আমিনবাজার হাসপাতালের সামনে স্থাপিত চেকপোস্টে পুলিশকে ঢাকাগামী দূরপাল্লার বাস, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।
পুলিশকে যাত্রীদের লাগেজ এবং মালামাল তল্লাশি করতে দেখা গেছে এবং সন্দেহের ভিত্তিতে যাত্রীদের পরিচয়পত্রও পরীক্ষা করা হচ্ছে।
তবে চেকপোস্ট থেকে সন্দেহভাজনদের আটকের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
সাভার ও আশুলিয়া থেকে বিএনপির ৭ নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপির অন্তত ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা টিবিএসকে বলেন, 'এখানে (সাভার মডেল থানায়) বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার আসামি, এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।'
অপরদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, বিভিন্ন মামলায় বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিবিএসকে বলেন, সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ, আমাদের নেতা-কর্মীরা কেউ বাড়িতে থাকতে পারছে না। অধিকাংশ নেতাকর্মীই গ্রেপ্তার এড়াতে অন্যত্র অবস্থান করছেন।
বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে এক দফা আন্দোলনের অংশ হিসেবে শনিবার নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে।