জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি শুরু
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপি'র র্যালি শুরু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে র্যালিটি।
সরেজমিনে দেখা যায়, র্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎসজীবী দল, ওলামা দল, জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আলাদা আলাদা ব্যানারে র্যালিতে যোগ দিয়েছেন।
এর আগে বেলা ১১ টার দিকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মতিঝিলসহ আশপাশের এলাকার অলিগলি লোকে লোকারণ্য হয়ে গেছে।
র্যালির শুরু আগেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
র্যালিটি নয়াপল্টনে থেকে শুরু কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
দেশের প্রতিটি বিভাগে আজ একই ধরনের সমাবেশের আয়োজন করবে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সমাবেশ সফল করতে এবং ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।