১৪-দলীয় জোটের এখনও মনোনয়ন পাওয়ার সুযোগ রয়েছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সদস্যদের এখনো মনোনয়ন পাওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, "শরিকদের হতাশ করা হয়নি, জনমত বিবেচনা করেই শরিকদের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছ। জোটের সাথে এখনো আসন বণ্টনের সুযোগ আছে, জোটও ভেঙে দেওয়া হয়নি।"
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, "বিএনপির কেন্দ্রীয় নেতারা হঠাৎ করেই গর্ত থেকে বের হয়। নির্বাচন নিয়ে তাদের শেষ কথার পর আওয়ামী লীগের কোনো আহ্বান থাকতে পারে না।"
তিনি বলেন, "নির্বাচন নিয়ে অনেক বিভ্রান্তির পরও শতাধিক পর্যবেক্ষক আসবে, এ নিয়ে আমরা চিন্তিত নই।"
কাদের বলেন, রওশন এরশাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার দল নির্বাচন করছে। জাতীয় পার্টি নির্বাচন বয়কটের মধ্যে পড়ে না।
মন্ত্রী বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায়। নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসব, উৎসাহ, উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে মহিলা ভোটাররা বেশি আগ্রহী।
তিনি বলেন, তৃণমূল বিএনপি এবং জাতীয় পার্টির অংশগ্রহণ নির্বাচনের চমক। আরো চমকের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বুধবার (২৯ নভেম্বর) জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। গতকাল রাতে ঢাকার গুলশানের বাসায় নিজ অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।
এদিকে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসির ঘোষণাকে স্বাগত জানালেও নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি।
তফসিল ঘোষণার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সতর্ক করে বলেন, দেশ এখন 'অনিবার্য সংঘাতের' দিকে এগোচ্ছে।