দেশব্যাপী ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
দেশব্যাপী ছয় থেকে ৫৯ মাস বয়সি মোট দুই কোটি ৩০ লাখ শিশুকে ভিটামিন 'এ-প্লাস' ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।
আজ থেকে আগামী চার দিন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের সকল ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন এ-প্লাস (নীল ও লাল ক্যাপসুল) খাওয়ানো হবে।
এ বছর দুই কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১১–৫৯ মাস বয়সি শিশুদেরকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রায় এক লাখ ২০ হাজার টিকাদানকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া টিকাদান প্রক্রিয়ায় এবার ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ও দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন।
শিশুদের টিকা খাওয়ানোর বিষয়ে কাউকে গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ভিটামিন-এ প্লাস ক্যাপসুল একেবারেই নিরাপদ এবং অত্যন্ত উপকারী।'
টিকা খাওয়াতে শিশুদেরকে ভরাপেটে কেন্দ্রে নিয়ে যেতে হবে। ছয় মাসের কম বয়সি এবং পাঁচ বছরের বেশি বয়সি শিশুকে এ টিকা খাওয়ানো যাবে না।