৫-১২ বছরের শিশুরা টিকা নিতে পারবে জুলাই থেকে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৫-১২ বছর বয়সী শিশুরা আগামী জুলাইয়ের শেষদিক থেকে করোনার টিকা পাবে।
আজ বুধবার (২৯ জুন) তিনি সচিবালয়ে বলেন, 'জুলাইয়ে শিশুদের জন্য টিকা কেনা হবে। এরপর ওই মাসের শেষ থেকে টিকাদান শুরু হবে'।
এসময় দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার চিন্তিত বলেও জানান তিনি। এজন্য তিনি সকল প্রকার জনসমাগমস্থলে সবাইকে মাস্ক পরে চলাফেরার তাগিদ দেন।
এর আগে গত বছরের নভেম্বরে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের তৈরি করোনার টিকা দিয়েছিল সরকার। এরমধ্যে ১ কোটি ৭৩ লাখ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দুই ডোজ পেয়েছে ১ কোটি ৬০ লাখ।
দেশের সকল নাগরিককেও করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে সোমবার অভিভাবকদের প্রতি তাদের শিশুদের টিকার নিবন্ধন সুরক্ষা অ্যাপে করানোর তাগাদা দেন জাহিদ মালেক। বাংলাদেশ ইতোমধ্যেই ৫-১২ বছর বয়সী শিশুদের টিকাদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে।