ধানমন্ডিতে পারলারে সিসিটিভি: গ্রেপ্তার ৩ জন কারাগারে
রাজধানীর ধানমন্ডির একটি পারলারের চেঞ্জিং রুমসহ বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা বসানোর অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্তদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আবু তালেব।
গ্রেপ্তারকৃতরা হলেন তসলিম আরিফ ইলিয়াস, এমদাদুল হাসান ও জুয়েল খন্দকারকে। বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয় এবং পরে কারাগারে পাঠানো হয় বলে আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার উপ-পরিদর্শক মাহফুজুল হাসান জানিয়েছেন।
'তারা সবাই উইমেন্স ওয়ার্ল্ড নামক একটি বিউটি পারলারের কর্মী,' তিনি বলেন। এর আগে বুধবার পারলারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
মামলায় পারলার মালিক তাসলিমা চৌধুরী কনা আলম ও ফারনাজ আলমসহ পাঁচজনকে আসামি করা হয়। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মাহফুজুল।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টেলিফোনে পারলারটির সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেও সফল হয়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে পারলারটিতে অভিযান চালায় পুলিশ।
অভিযানের সময় পুলিশ বিউটি পারলারের চেঞ্জিং রুম ও অন্যান্য স্থানে স্থাপিত আটটি সিসিটিভি ক্যামেরা এবং আটটি ডিভিআর বক্স খুঁজে পায়।
ওসি বলেন, গ্রেফতারকৃত কর্মীরা দাবি করেছেন সিসিটিভি ক্যামেরাগুলো মালিকদের নির্দেশে স্থাপন করা হয়েছিল।
ওসি পারভেজ আরও বলেন, ওই নারী কোনো মামলা করতে চাননি, তাই থানা থেকে মামলা করা হয়েছে।
সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজগুলো কোনো অপরাধমূলক বা বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কি না তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।
২০১১ সালে হাইকোর্ট দেশের সমস্ত বিউটি পারলারের সার্ভিস রুম থেকে সিসিটিভি ক্যামেরা সরানোর নির্দেশ দেন।