দোকানে তাণ্ডব, চট্টগ্রামে হাতির পালের বিরুদ্ধে থানায় জিডি
মুদি দোকানে হাতির পাল এসে ভাঙচুর চালায়। তাই হাতির বিরুদ্ধে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করলেন চট্টগ্রামের এক মুদি দোকানি।
রোববার (৩১ ডিসেম্বর) আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের আমুরপাড়ার মুদি দোকানদার মো. আব্দুল হাকিম আনোয়ারা থানায় এ জিডি করেন।
জিডিতে তিনি দাবি করেন, হাতির পাল তার সম্পত্তির বিস্তর ক্ষতি করেছে।
অভিযোগ অনুযায়ী, রোববার ভোর ৫টার দিকে হাতিগুলো দোকানে হামলা চালায়। হাকিম তখন দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন। তবে আক্রমণের সময় অক্ষত অবস্থাতেই পালাতে সক্ষম হন তিনি।
তিনি দাবি করেন, হাতির দল দোকানের জানালার গ্রিল ভেঙে চাল, গম, চিনি, আটা, ভুসিসহ বিভিন্ন জিনিসপত্রের ব্যাপক ক্ষতি করেছে।
এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন এ দোকানি।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, 'হাতির আক্রমণ এবং পরে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে এমন অভিযোগের ঘটনা অস্বাভাবিক কিছু নয়।'
'ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে সক্রিয়ভাবে বিষয়টি তদন্ত করছে,' তিনি জানান।