টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা হলেন শেখ হাসিনা
টানা চতুর্থবারের মতো শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, আজ বুধবার (১০ জানুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে জাতীয় সংসদে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম মতিয়া চৌধুরীকে সংসদীয় উপনেতা করার সিদ্ধান্তও নিয়েছে সংসদীয় দলটি।
ওবায়দুল কাদের বলেন, 'একই বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করার জন্য মনোনীত করা হয়েছে। এছাড়াও শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার জন্য মনোনীত করা হয়েছে।'
এখন আওয়ামী লীগের সংসদীয় দল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে তাদের সিদ্ধান্ত জানাবে।
রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন। এর পর তিনি নতুন মন্ত্রিসভা গঠনের জন্য প্রধানমন্ত্রীকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগের পরামর্শ দেবেন।
বিস্তারিত আসছে...