স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা ভরি
প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকায় পৌঁছেছে।
বুধবার (৬ মার্চ ) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।
বিশ্ববাজারে রেকর্ড বৃদ্ধির পর এবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৭ টাকা বাড়ানো হয়েছে। সে হিসেবে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।
বাজুসের তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৭ টাকা বেড়ে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা হবে। আর ভরিপ্রতি ২১ ক্যারেট সোনা ২ হাজার ৯৯ টাকা বেড়ে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকায় বিক্রি হবে।
এছাড়া বাজুস ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়েছে। সে হিসেবে প্রতি ভরি এই সোনার দাম হবে ৯২ হাজার ৩৭৯ টাকা। এ ছাড়া ভরিপ্রতি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়ে ৭৬ হাজার ৯৮২ টাকায় পৌঁছাবে।