আগামীকাল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে এমভি আবদুল্লাহ
বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে আগামীকাল রবিবার (২১ এপ্রিল)।
জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপ জানিয়েছে, রবিবার বিকাল ৪টায় এমভি আবদুল্লাহ আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।
কবির গ্রুপের সিইও মেহেরুল করিম বলেন, 'জাহাজের অবস্থান ও গতি অনুযায়ী রবিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা নাগাদ দুবাই পোর্টের বহির্নোঙরে পৌঁছাতে পারবে। পণ্য খালাসের জন্য সোমবার বন্দর জেটিতে প্রবেশ করার কথা রয়েছে। জাহাজের ২৩ নাবিক সুস্থ রয়েছেন।
কবির গ্রুপের তথ্য অনুযায়ী, হামরিয়া বন্দরে কয়লা খালাসের পর নতুন করে পণ্য নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ফিরে আসবে। আশা করা যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহে ২১ নাবিক এবং পণ্য নিয়ে চট্টগ্রামে পৌঁছাবে এমভি আবদুল্লাহ। বাকি দুই নাবিক দুবাই থেকে আগেই উড়োজাহাজে বাংলাদেশে চলে আসবেন।
গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মির ৩৩ দিন পর মুক্ত হয় এমভি আবদুল্লাহ। মুক্তির পর সোমালিয়া উপকূল থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয় এমভি আবদুল্লাহ।