বিজিএপিএমইএ’র সভাপতি হচ্ছেন শাহরিয়ার
তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএর প্রথম নির্বাচিত সভাপতি হতে যাচ্ছেন আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং ঐক্য পরিষদের প্যানেল নেতা মো. শাহরিয়ার। তিনি ২০২৪-২৬ মেয়াদে সংগঠনটির নেতৃত্ব দেবেন।
সংগঠনটির ৩৩ বছরের ইতিহাসে এই প্রথম সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হতে যাচ্ছে। এর আগে সমঝোতার ভিত্তিতে পর্ষদ গঠন করায় কখনোই ভোটাভুটি হয়নি।
শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৪টি পরিচালক পদে নির্বাচিত হয় এবং প্রতিদ্বন্দ্বী অ্যাক্টিভ মেম্বারস ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছে ৭ জন পরিচালক।
ঐক্য পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হওয়ায় এর প্যানেল নেতা শাহরিয়ার বিজিএপিএমইএর সভাপতি হতে যাচ্ছেন।
ঐক্য পরিষদ প্যানেল নেতা শাহরিয়ার ২৫৭ ভোট পেয়েছেন।
এদিন সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রাজ্জাকুল ইসলাম। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব।
নির্বাচন বোর্ড জানিয়েছে, মোট ৪৬০ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটার ভোট দিয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহরিয়ার তার প্যানেলের প্রতি আস্থা রাখার জন্য সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহরিয়ার বলেন, নির্বাচনে যারাই জিতুক বা পরাজিত হোক না কেন, আগামী দুই বছর সবাইকে সাথে নিয়ে এ খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করব।